এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বুধবার বিআরডিবি’র আয়োজনে গাবতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা বিআরডিবি’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোমিনুল হক শিলুর সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অফিসার জাহেদুল ইসলামের সঞ্চালনায়. সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আক্তার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, সমবায় অফিসার আসাদুজ্জামান ভুইয়া, যুব উন্নয়ন অফিসার শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, নির্বাচন অফিসার রুহুল আমিন,
রুপালী ব্যাংক গাবতলী শাখার ম্যানেজার মিরাজুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাবতলী শাখার ম্যানেজার লিয়াকত হোসেন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা মোছাঃ রাহেলা বেগম প্রমুখ। পুনরায় বিনা প্রতিদ্বন্দিতায় বিআরডিবি’র সভাপতি নির্বাচিত হন মোমিনুল হক শিলু। শেষে সফল সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।