এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার গাবতলীতে (৪০) এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ই জানুয়ারি) ভোর ৫টার সময় উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বগুড়া টু সারিয়াকান্দি আঞ্চলিক সড়কের পাশে থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ ।
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, মঙ্গলবার ভোরে পৌর এলাকার ৪নং ও য়ার্ডের বগুড়া টু সারিয়াকান্দি আঞ্চলিক সরকার পাশে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পরে থাকার খবর পান। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে কোন পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারকৃত ব্যক্তির গায়ের রং শ্যামলা বরণ এবং পরনে লুঙ্গি, শরীরে পোশাক ছিল না,তাহার বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। হত্যা না সড়ক দুর্ঘটনায় মারা গেছে, তা ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছেনা।