এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
রোববার বেলা ১১ টায় ১ কোটি ১৪ লক্ষ ১৩ হাজার টাকা ব্যয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়।
উক্ত ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের ছাত্র, জাতীয়তাবাদীদল (বিএনপি) বগুড়া জেলা কমিটির সাবেক সদস্য সচিব, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, অত্র বিদ্যালয়ের সভাপতি শিশির কুমার রায়, সহ-সভাপতি লিটন চৌহান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহ জামাল, বীরমুক্তিযোদ্ধা শ্রী জিতেন্দ্র নাথ,
বিএনপিনেতা ইয়াছিন আলী, আব্দুল হাকিম, বুলু, মশিউর রহমান, জহুরুল ইসলাম, শাহিন, আব্দুর রহিম, আজাহার আলী, রফিকুল ইসলাম, ফেরদৌসরহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক তারেক হোসেন, ছাত্রদলনেতা শাকিল হোসেন প্রমূখ। বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থপন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।