এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার বাঘোপাড়া শহীদ দানেশউদ্দিন স্কুল এন্ড কলেজের সামনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একজন ব্যক্তির নিকট হতে এক হাজার আশি পিচ মাদকদ্রব্য এ্যাপোল নেশা জাতীয় ইনজেকশন পাওয়া যায়।
যার অবৈধ বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ চব্বিশ হাজার টাকা উদ্ধার করতঃ আসামী মোঃ রিপন আহম্মেদ (৩৩), পিতা- মৃত আইয়ুব আলী, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবুসায়েম, বিপিএম-সেবাএর নির্দেশনায় সহকারী পুলিশসুপার নাহিদ হাসান এরতত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চুএর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আব্দুল লতিফসহ প্রমূখ। এ সংক্রান্তে বগুড়া সদর থানায় ২০১৮ সালেরমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।