এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুরে গরুর দুধ দোহানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নীলকান্ত দাস (৫৫)। তিনি উপজেলার আশেকপুর ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের মৃত ভবানীকান্তের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, বুধবার (১৬ই নভেম্বর) নীলকান্ত নিজ বাড়ির পাশে গরুর দুধ দোহন করছিল। এ সময় প্রতিবেশি মোহন পাশ দিয়ে যাওয়ার সময় গরু লাফ দেয়। এতে কিছুটা দুধ পড়ে যায়। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে মোহন কিছু একটা দিয়ে নীলকান্তকে মাথায় আঘাত করে পালিয়ে যায়।
পরে স্বজন ও প্রতিবেশির সহায়তায় তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী চায়না রানী দাস ২ জনের নাম উল্লেখ করে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে মামলার ২ নম্বর আসামি মোহনের মা রিভা রানীকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানার পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ
আব্দুল্লাহ্ আল মামুন জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ। বাকি আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
