এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
জাতীয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই বগুড়া শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ৩১ জানুয়ারি) বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা’র উপদেষ্টা ও উপজেলা ভাইচ চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু।
নিসচার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহসিন আলী, সুশাসনের জন্য নাগরিক শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ কামরুল হাসান, শিবগঞ্জ নিসচার দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য ইকবাল হোসেন রিপন আসাদুল্লাহ, সেলিম হোসেন, সামছুর প্রমূখ।