এম,এ রাশেদ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। গত ২৬ (সেপ্টেম্বর) সোমবার দূপূর ১২টায় শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে ১৩০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ
উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফকির, সৈয়দ শাহাজাদা চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী, আব্দুর রাজ্জাক বেলাল, শ্রী সন্তোষ কুমার,আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, রেজাউল করিম চঞ্চল, জাহিদুল ইসলাম,এসকেন্দার আলী সাহানা প্রমুখ।
অপরদিকে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ী শিশুদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।