এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সদর শাখারিয়া ইউপির চালিতাবাড়ি আনন্দ বাজারে সোমবার (০৯ই জানুয়ারি) সন্ধ্যায় ভোটার বৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় ও প্রচারণা সভায় বক্তব্য রাখেন সদর -৬ আসনের উপ নির্বাচনে জাসদ মনোনীত প্রার্থী সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জিএস ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ ইমদাদুল হক ইমদাদ ।
মাওঃ আঃ মজিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বেকারী ও কনফেশনারী শ্রমিক উনিয়নের সাধারণ সম্পাদক ছারোয়ার হোসেন, বগুড়া সদর জাসদ সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার , বীর মুক্তিযোদ্ধা লতিফুর বারী লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আঃ রশিদ, মুনসুর আলী, ছাবেদ আলী প্রাং, আঃ ছাত্তার, আঃ গফুর, রানু, আল আমিন জাসদ জেলা ছাত্রলীগ নেতা আবু রায়হান, আতিকুর রহমান ,রাফি, সমাজ সেবক মোঃ কাজল, আফতাব খন্দকার, মাহিনুর, মানিক, রাসেল, তরিকুলসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।