এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২শ ৩৮ পিস নেশার এ্যাম্পুলসহ বেগম বলি (৫৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার (২ জানুয়ারি) সকালে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থেকে বেগম বলিকে এ্যাম্পলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেগম বলি নওগাঁ জেলার আত্রায় উপজেলার সাহাগোলা এলাকার ফিরোজ হোসেন খানের স্ত্রী। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে মাদক যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে ওই ট্রেনে অভিযান চালিয়ে যাত্রী বেশে থাকা বেগম বলিকে ২শ ৩৮ পিস নেশার এ্যাম্পুলসহ তাকে গ্রেফতার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হেসেন নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি বেগম বলিকে ওই দিন আদালতে পাঠানো হয়েছে।