এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সান্তাহারে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে সুজন কর্মকার (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
গত রোববার ২৭ নভেম্বর দুপুরে সান্তাহার স্টেশন বুকিং কাউন্টারে তাকে ৩টি ট্রেনের টিকিটসহ তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে। সুজন কর্মকার আদমদীঘির সান্তাহার পৌরসভার চা বাগান এলাকার স্বপন কর্মকারের ছেলে।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) জানান, গত রোববার দুপুরে সন্তাহার রেলওয়ে জংশন স্টেশনের বুকিং কাউন্টারের সামনে দাড়িয়ে এক ব্যক্তি যাত্রীদের কাছে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি করছিল।
সেখানে অভিযান চালিয়ে সুজন কর্মকার নামের এক কালোবাজারিকে আটক করার পর তার নিকট থেকে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের পাঁচ আসনের তিনটি টিকিট উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।