এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে যোগীপুকুর এলাকায় আক্কাছ আলীর নামের এক ব্যক্তির রেলওয়ের লিজ নেয়া পুকুর থেকে প্রতিপক্ষরা জোরপূর্বক ৬০ হাজার টাকা মুল্যের বিভিন্ন জাতের ১২ মন মাছ ধরে নিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত শনিবার ২৬ নভেম্বর উপজেলার সান্দিড়া গ্রামের লিজকৃত মালিক আক্কাফ আলী বাদী হয়ে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানাযায়, আদমদীঘির সান্দিাড়া গ্রামের আক্কাছ আলী বাংলাদেশ রেলওয়ে পাকশী অফিস বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা হইতে সান্তাহার যোগীপুকুর রেলওয়ে পুকুর লিজ নিয়ে দীর্ঘ ২০/২৫ বছর যাবত বিভিন্ন প্রজাতির মাছ চাষাবাদ করে আসছিল।
গত শনিবার বেলা পৌনে ১১ টায় কলসা যোগীপুকুর এলাকার সুমন, সবুজ, হিরুসহ অজ্ঞাত ৪/৫ জন ব্যাক্তি বাদি আক্কাছ আলীর লিজ নেয়া পুকুরটি বিবাদিদের নামে লিজ নেয়া রয়েছে দাবী করে জোরপূর্বক ১২ মন মাছ ধরে নিয়ে যায়। এসময় আক্কাছ আলীর বাধা দিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে মারধর করে তার নিকট থেকে ৩০ হাজার টাকা কেড়ে নিয় বলে দাবী আক্কাছ আলী। আদমদীঘি থানার ডিউডি অফিসার উপ পরিদর্শক হাফিজ উদ্দিন অভিযোগ পাওয়া নিশ্চিত করেন।