এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে । মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসেনর জাতীয় সাংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু মন্ডল।
এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১০ জন ছাত্রীকে বিনামূল্যে বাই-সাইকেল প্রদান করা হয়। এছাড়ও ১০ জন কলেজ শিক্ষার্থীকে ৯ হাজার ৬ শত টাকা করে,উচ্চ বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে এবং প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে ২ হাজার ৪০০ টাকা করে শিক্ষা বৃত্তির টাকা প্রদান করা হয়।এসময় সারিয়াকান্দি উপজেলা আদিবাসী সমবায় সমিতির সভাপতি হরিপদ বর্মন,সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন উপস্থিত ছিলেন ।