বগুড়া প্রতিনিধিঃ
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর শূন্য হওয়া বগুড়া-৬ ও ৪ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ কংগ্রেস।
বুধবার (০৪ জানুয়ারি) দুপুর ০২টায় বিষয়টা নিশ্চিত করেছেন বাংলাদেশ কংগ্রেসের দপ্তর সম্পাদক তুষার রহমান। এর আগে মঙ্গলবার (০৩ জানুয়ারি) রাতে বাংলাদেশ কংগ্রেসের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। তারা হলেন, বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ কংগ্রেসের নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মনসুর রহমান এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জেলা কমিটির সদস্য তাজ উদ্দিন মন্ডল।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন এ ছয় আসনে বিএনপির এমপিরা। এরপর এ আসনগুলোতে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তফসিল মোতাবেক, এই আসনগুলোতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের কথা রয়েছে।