স্টাফ রিপোর্টার
তেল, গ্যাস, বিদ্যুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম উদ্ধগতির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় শহরের সাতমাথায় গণগন্ত্র মঞ্চ বগুড়া এ সমাবেশের আয়োজন করে।
গণ অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব খোরশেদ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জে এস ডি কেন্দ্রীয় সদস্য রেজাউল বারী দিপন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ছগির মজুমদার, জে এস ডি জেলার সভাপতি মনিরুজ্জামান বাচ্চু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মো. আব্দুর রশিদ, নাগরিক ঐক্যের সভাপতি এম শামিম উদ্দীন আহমদ, সদস্য সচিব মো. মামুনূর রশিদ,
গণ সংহতি আন্দোলনের জেলার সদস্য মো. আব্দুল মান্নান, ছাত্র ফেডারেশনের নেতা মো. সাকিব প্রধান, নাগরিক যুব ঐক্যের সদস্য সচিব মো. আবু সাঈদ, জে এস ডি জেলার সাধারণ সম্পাদক আবু জাফর, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নূরুজ্জামান জুয়েল, জে এস ডি নেতা তৌফিক ঈমাম হিরু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জে এস ডি জেলার সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে বিদ্যামান রাজনৈতিক সংকট মোকাবেলায় বর্তমান সরকারের পরিবর্তে ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকার ও অন্তবর্তিকালীন সরকার গঠন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। সেই সাথে তেল, গ্যাস, বিদ্যুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। যাতে শ্রমজীবী, পেশাজীবী সকলেই এই পন্যগুলো কিনতে পারেন।।