এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গ্রাম-বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর ৫বর্ষপূর্তি উৎসব উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও নাট্যনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে শহরের কলোনী প্রীতি প্রাইমারি স্কুল মাঠে গ্রাম-বাংলা সাংস্কৃতিক গোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের উপদেষ্টা ডাঃ মো. আব্দুল মোমিন রতনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বগুড়া ইয়্যূত কয়্যারের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু। গ্রাম-বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আমিনুল হক আরজুর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নন্দন শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা প্রকৌশলী জাকির হোসেন,
সভাপতি মতিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক রনজু ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, গ্রাম-বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর সহপরিচালক মামুনুর রশিদ মামুন, নন্দন শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার চন্দন, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মতি, দপ্তর সম্পাদক রমজান আলী খোকা, কার্যনির্বাহী সদস্য জমির আলী, হাসান আলী, সদস্য শহিদুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, গ্রাম-বাংলা সাংস্কৃতিক গোষ্ঠী গৌরবের সাথে ৫ বছর পেরিয়েছে।
সংগঠনটি সমাজ এবং দেশের বিভিন্ন প্রেক্ষাপট নাটকের মাধ্যমে তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা তুলে ধরে নাটক মঞ্চায়ন করে থাকে। আগামী দিনে এই সংগঠনটি সমাজের আরো ভালো নাটক উপহার দেবে এটাই আমাদের প্রত্যাশা। আলোচনা সভা শেষে যুদ্ধে যাবো নাটক মঞ্চায়ন করা হয়। এরআগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা গান পরিবেশন করেন।।