এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুনায়েদ আল হাবিব বিপুল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ই নভেম্বর) রাতি অনুমান ৯ টার দিকে শহরের নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে। ছাপাখানায় কাজ করা নিহত বিপুল শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওই যুবক নিহত হয়েছেন। তার বুকের নিচে এবং পেটের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।