এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় বগুড়ায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল রাতে শহরের সাতমাথা এলাকায় জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে এসব মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোছা. স্বপনা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেরাত ইসমলাম মুন্নি, কার্যনির্বাহী সদস্য ডালিয়া নাসরিন রিক্তা, মহিলা আওয়ামী লীগ নেত্রী শাপলা বেগম, মাছুমা বেগম, কবিতাসহ প্রমুখ।
মিষ্টি বিতরণ শেষে নেতৃবৃন্দ শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের পুনঃনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্লোগান দেন।
এদিন বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে দশমবারের মতো দলটির সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা। এবং সম্মেলনে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।।