এম,এ রাশেদ
বগুড়ায় ২৪ ঘন্টায় সাবেক সেনা সদস্যহত্যার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। নেপথ্যে নারীদিয়ে ব্লাকমেইল করে মুক্তিপণের দাবিকৃত টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়।
এঘটনায় ব্লাকমেইল চক্রের দুই সদস্য কে গ্রেপ্তার ও হত্যার কাজে ব্যবহার করা ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার কৃতরা হলেন শহরতলী কৈইগাড়ি এলাকার মিলনের পুত্র আশরাফুল ইসলাম একই এলাকার
শহিদুলের পুত্র মোস্তফা কামাল।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানায় বগুড়া শহরতলীর ফুলতলার কৈগাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত ল্যান্স কর্পোরাল অফিসার জাকির হত্যার ঘটনার প্রকৃত তথ্য উৎঘাটন ও আসামীদের গ্রেপ্তার করার জন্য বগুড়া জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জানতে পারে সাবেক সেনা সদস্যকে নারীদিয়ে ব্লাকমেইল করে পরে মুক্তিপনের টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।এমন তথ্যের ঐ এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা জানায় সাবেক সেনা সদস্যকে বেশ কিছুদিন যাব্যৎ আশরাফুল ও মোস্তফা কামাল সহ তাদের ব্লাক মেইল চক্রটি টারগেট করে আসছিল। ঘটনার দিন তাকে মিথ্যা কথা বলে এই চক্রটি এলাকার একটি বাড়িতে ডেকে নিয়ে যায়।
এসময় তারা একটি মেয়েকে দিয়ে আপত্তিকর ছবি তোলে ব্লাকমেইল করে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তারা আরো টাকা দাবি করলে সেনা সদস্য জাকির আত্মরক্ষার জন্য দৌড়ে পালানোর চষ্টা করলে মোস্তফা কামাল সেনা সদস্যের পিঠে ছুরিকাঘাত করে। এসময় মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়।
এঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
