এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।
আজ মঙ্গলবার (৩১শে জানুয়ারি) বগুড়ায় জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী ছাত্রদলের ওই দুই নেতাকে কারাগারে পাঠান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ জানান, গত ২০শে নভেম্বর ২০২২ইং পুলিশের দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় হাইকোর্ট থেকে তারা জামিনে ছিলেন। আজ ৩১শে জানুয়ারী দুপুরে মঙ্গলবার বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদকের জামিন আদেশ বাতিল করে কারাগারে প্রেরনের প্রতিবাদে আদালত চত্বরে নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।