স্টাফ রিপোর্টার
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ০৫ (পাঁচ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম অদ্য ইং-২৬/০৯/২০২২ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন রেলগেট তিনমাথা মোড়ে বশিরউদ্দিন মার্কেটের ভাইবোন ক্লিনিকের সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কে উপস্থিত হইয়া চেকপোস্ট করাকালে একটি পাথর ভর্তি ট্রাক হইতে ০৫ (পাঁচ) কেজি গাঁজাসহ আসামী ১। মো: আলী আকবর (৪৫), পিতা মো: বেলাল উদ্দীন, মাতা মোছা: আছিয়া, সাং দক্ষিন দেওয়ানির খামার, থানা বুরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম, ড্রাইভার-২। মো: আলমগীর হোসেন (৩০), পিতা মো: আলী হোসেন, মাতা মোছা: আঞ্জয়ারা বেগম, সাং ধাওয়ারকুটি, হেলপার-৩। মো: ইব্রাহীম (৩৮), পিতা মৃত পনির উদ্দীন, মাতা মোছা: কুলসুম, সাং দক্ষিন দেওয়ানির খামার, সর্ব থানা বুরুঙ্গামারী, জেলা কুড়িগ্রামদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।