এম,এ রাশেদ
বগুড়ার ধুনটে প্রতিপক্ষের মারপিটে বাক প্রতিবন্ধী শাপলা খাতুন (৩০), ও চুম্বলি বেগম (৫৩) নাকে দুই ব্যক্তি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পাকুড়ীহাটা গ্রামের সুমার আলীর স্ত্রী বাক প্রতিবন্ধী শাপলা খাতুন, মৃত আলেফ আকন্দের মেয়ে চুম্বলি বেগম।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৪ই অক্টোবর) সকাল অনুমান ৭টার সময় জমির জমা ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশী মৃত্যু গেদা মিয়ার ছেলে দুদু মিয়া (৪০), তাহার ছেলে আব্দুল আলিম (২০), স্ত্রী আনোয়ারা খাতুন (৩৮), বাক প্রতিবন্ধী শাপলাক ও চুম্বলি বেগমকে শরীরের বিভিন্ন জায়গায় মারপিট করে আহত করে।
আহত ব্যক্তি বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে চিকিৎসা নিয়ে বাড়িতেে চলে যান।
মারপিটের বিষয়ে সুমার আলী বাদী হয়ে ২৪ই অক্টোবর দুপুরে ধুনট থানায় ৩,জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ধুনট থানার এএসআই মোঃ আব্দুল আজিজ বলেন, বাক প্রতিবন্ধী লিখিত অভিযোগ সরজমিনে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।