এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে ৫০ লিটার চোলাই মদ সহ বাবু ওরফে রায়হান (২৫) নামের এক যুবক কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (৬ জানুয়ারী) ভোর রাত সাড়ে ৪ টায় উপজেলার মাঠপাড়া-পেঁচিবাড়ি সড়কের মাঠপাড়া উত্তর এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে মাঠপাড়া এলাকার শফিকুল ইসলাম উকিলের ছেলে।
এ বিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, রাতে কর্তব্যরত অবস্থায় উজেলার হুকুম আলী এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাঠপাড়া-পেঁচিবাড়ি সড়কের মাঠপাড়া উত্তরপাড়া এলাকায় চোলাই মদ বিক্রি করা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি বস্তায় ৫টি প্লাস্টিকের জারকিনে প্রতিটিরর ১০ লিটার করে মোট ৫০ লিটার চোলাই মদ জব্দসহ বাবু ওরফে রায়হানকে গ্রেফতার করা হয়। পরে গত শুক্রবার মাদকদ্রব্য নিয়োন্ত্রন আইনের আওতায় মামলা দায়েরের পর আসামিকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।