এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে মসজিদের লোহার জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে অর্ধলক্ষাধীক টাকা চুরির ঘটনা ঘটেছে। ১৯ ডিসেম্বার সোমবার দিবাগত রাতে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদে কে বা কাহারা এ চুরির ঘটনা ঘটায়। এঘটনায় মসজিদ কমিটির সভাপতি মোতাচ্ছিম বিল্লাহ সোহেল বাদি হয়ে মঙ্গলবার থানায় একটি সাধারন ডায়রি করে।
ডায়েরির অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে এশার নামায শেষে প্রতিদিনের ন্যায় মসজিদের দরজা তালাবদ্ধ করে ইমাম, মোয়াজ্জিন ও মুক্তাদিগন নিজ নিজ বাড়িতে যায়। পরের দিন ২০ ডিসেম্বার মঙ্গলবার ফজরের নামায শেষ করে সবাই বাড়িতে যায়। ওই দিন বেলা ৮ টার দিকে মসজিদের মোয়াজ্জিন মসজিদ ঝাড়ু দিতে এসে জানালার গ্রীল ও আলমারির তালা ভাঙ্গা দেখতে পায়।
চুরির বিষয়টি বুঝতে পেরে সভাপতিকে খবর দেয়। পরে জানা যায় মসজিদে সংরক্ষিত ৬৬ হাজার টাকা ও জুমা বারের কৌটা কালেকশনের টাকা কে বা কাহারা চুরি করে নিয়ে যায়।
মসজিদ কমিটির সভাপতি বলেন, চুরির বিষয়টি কমিটি ও মহল্লার সকলকে জানিয়ে সবার পরামর্শক্রমে থানায় সাধারন ডায়েরি করেছি। চলতি বছরের শুরুর দিকে মসজিদের পর পর ২টি টিউবয়েল চুরি হয় বলেও জানান সভাপতি মোতাচ্ছিম বিল্লাহ সোহেল।
এ ঘটনায় ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মসজিদের চুরি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।