এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের শিকারপুর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মরহুম আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রথম রাউন্ডের শেষ খেলা শুক্রবার (১৮ নভেম্বর ) বিকালে শিকারপুর মধ্যেপাড়া (নাপিত আড়া) খেলা মাঠে এম এ আব্দুল আলীম মন্ডল বিশিষ্ট সমাজ সেবক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী করেন বগুড়া জেলা পরিষদেও সদস্য সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু ।
বিশেষ অতিথি হিসেবে সাবেক ইউপি সদস্য লয়া মিয়া, হাবিবুর রহমান ঠান্ডু,গোলাম রহমান (সাজু) রেজাউল করিম, শাহজাহান পাইকাড়,নজরুল পাইকাড়,আব্দুল হাকিম, রবিউল ইসলাম পলাশ, নুরুন নবী সোহেল, আতাউর রহমান,ফিরোজ সাকিদার, আমন্ত্রণে সোহাগ মন্ডল সাধারণ সম্পাদক শিকারপুর সমাজকল্যাণ সংস্থার, প্রথম রাউন্ডের শেষ খেলায় অংশ গ্রহণ করেন সাজ্জাদ ফুটবল একাডেমি বনাম স্টার একতা সংঘ হাজরাদিঘী, খেলায় ১-১ গোলে সমতা শেষে সরাসরি টাইব্রেকারে মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়, টাইব্রেকারে সাজ্জাদ ফুটবল একাডেমি কে ৪-১ গোলে হারিয়ে থ্রি স্টার একতা সংঘ হাজরাদিঘী সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে। খেলা পরিচালনা করেন ক্রীড়া ভাষ্যকার এস,এম মাসুদ রানা।