শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর সরকারী ডিজি মডেল হাইস্কুল খেলার মাঠে ১৬ জানুয়ারি সোমবার বিকালে ৫১তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের অন্যতম সদস্য ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু।
জামুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম, উলিপুর আমেরিয়া সমতুল্য মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল হাই বারী,
শেরপুর সরকারী ডিজি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আকতার উদ্দিন বিপ্লব, শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার শিক্ষক মাহমুদুল্লাহ কাফি প্রমুখ।
শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।