শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভবানীপুর ইউনিয়ন বিএনপি সহযোগী সকল সংগঠনের উদ্যোগে ছোনকা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
১৬ ডিসেম্বর শুক্রবার মহান বিজয় দিবসের সূচনা লগ্নে সকাল ৯ টায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যথাযোগ্য মর্যাদায় এ কর্মসূচি পালন করেন।
এ সময় ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ মুকুল,সাধারন সম্পাদক জি এম মোস্তফা, ইয়াকুব আলী রাঙ্গা, মির্জা আব্দুল বারী, মাসুদ রানা, শামীম আহমেদ শেখ, নজরুল ইসলাম জাকি,বেলাল হোসেন, আমিনুল ইসলাম,যুবদল নেতা গোলাম মোস্তফা আলমগীর, আবু তাহের, শামীম আহমেদ সরকার, আব্দুল হামিদ,মোহাম্মদ আলী জিন্নাহ, ছাত্রদল নেতা কৌশিক ইমন, মাহবুবর রহমান মারুফ, আলামিন, ইমন হোসেন, কৃষক দল নেতা সোহরাব আলী ও মাসুদ রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পমাল্য শেষে নেতৃবৃন্দ মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ সংগ্রামে আত্মদানকারী সকল শহীদের রুইয়ের মাগফেরাত কামনা করে শহীদ মিনার পাদদেশে এক বিশেষ দোয়া ও মোনাজাত প্রার্থনা করেন।