শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ১১৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শনিবার (৩ ডিসেম্বর) ভোররাতে শেরপুর উপজেলার সীমাবাড়ী বগুড়া বাজার এলাকার চামড়া গুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. দবির উদ্দিন (৩৫) জয়পুরহাট জেলার পাচঁবিবি উপজেলার দক্ষিণ রামভদ্রপুর এলাকার মো. রোস্তম আলীর ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, তাকে ১১৫ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।