এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার রাতে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ও ইউপি সদস্য ফাইনুর ইসলাম মাসুদের সভাপতিত্বে তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।তিনি বলেন যে মাঠে কোরআনের তাফসির মাহফিল হয়, সে মাঠে কোন দিন যেন নাচ। গানের অনুষ্ঠান না হয়, সেদিকে যুব সমাজকে খেয়াল রাখতে হবে। ভাল কাজ করলে মহান আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবতব
& এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শামীম আহম্মেদ, বজলুর রহমান, আমিনুর ইসলাম,, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি নুর আলম রুস্তম, আঃ জলিল সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন মাওঃ সেলিম উদ্দিন হুমাঈদী( কক্সবাজার) ২য় বক্তা মাওঃ মুমিনুল ইসলাম নিয়ামতপুরী,নঁওগা।বক্তাগণ সবাইকে কোরানের আলোকে নিজেদের ও পরিবারের সকলকে জীবন গড়ার আহবনা জানান