এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়ীর নলকূপের পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার আটমূল ইউনিয়নের ফেনিগ্রামের মৃত: ইছাহাক আলীর ছেলে নাসির হোসেন এর সাথে এইক গ্রামের প্রতিপক্ষ শরিফুল ইসলাম গংদের সাথে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জের ধরে গতকাল শরিফুল ইসলাম সহ তার লোকজন কৃষক নাসির হোসেন এর নলকূপের পানি নিষ্কাশনের ড্রেন মাটি দিয়ে ভরাট করে দেয়। এর ফলে নলকূপের পানি ওই কৃষকের বাড়ির আঙ্গিনায় জমে থাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিকার চেয়ে কৃষক নাসির হোসেন থানায় অভিযোগ দায়ের করেন। এব্যাপারে কৃষক নাসির বলেন,
প্রতিপক্ষগণদের বিরুদ্ধে মামলা করায় তারা জামিনে মুক্ত হয়ে এসে আমার নলকূপের পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয় এবং ল্যাট্রিনের প্রাচীর ভেঙ্গে দিয়েছে। আমার বসত বাড়ীর আঙ্গিনায় নলকূপের পানি জমে থাকায় পরিবার পরিজনদের নিয়ে বসবাস করার অনুপযোগী হয়ে পড়েছে।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।