দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১০ অক্টোবর ২০২২) নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নির্মিত বহুপ্রতীক্ষিত ‘বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান সেতু’ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করবেন ।
শীতলক্ষ্যা নদীর ওপর ১ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির নামকরণ হয়েছে প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের নামে। সেতুটির নাম ‘নাসিম ওসমান সেতু’ দিয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।সেতুটি চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ সহজ হবে।
দক্ষিণ ও পূর্বাঞ্চলের যানবাহনগুলো নারায়ণগঞ্জ শহরে না ঢুকে মদনপুর হয়ে মুন্সিগঞ্জ মাওয়া পদ্মা সেতু হয়ে যেতে পারবে। একইভাবে পদ্মা সেতু হয়ে আসা যানবাহনগুলো সেতুর পার হয়ে মদনপুর হয়ে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যেতে পারবে। শহরের সঙ্গে বন্দর উপজেলার সড়কপথে যোগাযোগ সহজ হবে। বাসস।
