এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানার হত্যা মামলার আসামী সিরাজুল ইসলাম (৩৪)কে গত বুধবার (২৮ই ডিসেম্বর) বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মিলন চ্যাটার্জী, এস আই প্রলয় বর্মা অভিযান পরিচালনা করে তাহাকে গ্রেফতার করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকা থেকে।
হত্যা মামলার আসামি হলেন গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। হত্যা মামলা নং জি আর- ৬৬০/২২ (পাভেল মার্ডার) মামলার১নং আসামী সিরাজুল ইসলাম।
গোবিন্দগঞ্জ বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মিলন চ্যাটার্জী সংবাদ কর্মীদের জানান, এস আই প্রলয় বর্মা, কনষ্টেবল।
জহুরুল ইসলাম সহ ২ দিন যাবৎ ঢাকার নারায়নগঞ্জে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে গত ২৮ই ডিসেম্বর সিরাজুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন।
বৃহস্পতিবার (২৯ই ডিসেম্বর) আসামী কে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে বিজ্ঞ বিচারকের নিকট স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ডের জন্য হাজির করা হয়েছে।