এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
আগামী ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৩ই ডিসেম্বর) দুপুরে বগুড়ার কাহালু রেলওয়ে বটতলায় দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি কাহালু উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি কাহালু উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব মো. দিলবর রহমান। জাতীয় পার্টি কাহালু উপজেলা শাখার সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি বগুড়া জেলা কমিটির আহবায়ক, দৈনিক আমার সুন্দর দেশ পত্রিকার সম্পাদক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম আসনের আগাম মনোনয়নপ্রাপ্ত শাহীন মোস্তফা কামাল ফারুক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় পার্টির সদস্য মো. আব্দুল মতিন, জাতীয় পার্টি কাহালু উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম সদস্য সচিব আব্দুল হাকিম, জাপানেতা খোরশেদ আলম, মাহফুজার রহমান, মাহমুদুল হক মামুন, আব্দুর রাজ্জাক, সেকেন্দার আলী, ফিরোজ, জাতীয় শ্রমিকপার্টি কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ জাতীয় পার্টি কাহালু উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
