https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 10 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কিশোরগঞ্জ
  7. কৃষি বার্তা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. গনমাধ্যাম
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্টগ্রাম
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

admin
June 10, 2023 11:18 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় ৪৩ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (১০ জুন) বেলা ১১ টায় শহরের চারমাথা সেফওয়ে মোটেল চত্বরে আয়োজিত সভায় মৃত পরিবহন মালিক ও দুইজন চেইন মাষ্টারসহ মালিক সমিতির সদস্যদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়। উত্তরের বৃহৎ পরিবহন মালিকদের সংগঠনের সাধারণ সভায় আয় ব্যয়ের রিপোর্ট প্রদানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্বান্ত সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।

জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি শাহ্ মো: আখতারুজ্জামান ডিউক এর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, প্রধান আলোচক ছিলেন শ্রম দপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগীয় পরিচালক মোহাম্মদ আমিনুল হক। সমিতির কার্যকরী সভাপতি তৌফিক হাসান ময়নার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, বগুড়া জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুল মতিন পিপি, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, মহিলা আ’লীগ নেত্রী শিল্পী বেগম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন আনার, সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান মন্ডল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, রংপুর জেলা মালিক সমিতির আব্দুল মান্নান, নাটোর জেলা মালিক সমিতির নেতা মজিবর রহমান, হাসান ইমাম, পৌর কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতা মঞ্জু সরকার, ফজলুর রহমান তালুকদার, মনোয়ারুল হক মিল্টন, শফিকুল ইসলাম, শানবির আহমেদ শয়ন, রফিকুল বারী মুকুল, যাহেদুর রহমান যাদু, সেলিম রেজা, ফিরোজ উদ্দিন লেবু, সামিউল ইসলাম রতন, সুমন প্রামানিক ও মিজান শেখ।

সভায় দ্বিতীয় অধিবেশনে সমিতির আয় ব্যয়ের রিপোর্ট পেশ করেন জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। সভায় মৃত মালিক সদস্যর পরিবারকে ৫০ হাজার টাকা স্থলে ১ লাখ টাকা অনুদান প্রদানসহ গুরুত্বপূর্ন সিদ্বান্ত সর্বসম্মতিক্রমে পাশ হয়। সভায় চারজন মৃত পরিবহন মালিক, ২ জন চেইন মাষ্টারসহ মালিক সমিতির সদস্যদের মাঝে ৪৩ লাখ টাকার এককালীন অনুদানের চেক প্রদান করা হয়। সভায় অতিথিগণ বলেন, দেশের সার্বিক উন্নয়নে পরিবহন মালিক শ্রমিকদের গুরুত্বপূর্ন অবদান রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে পরিবহন খাতে কর্মরতদের অগ্রনী ভুমিকা রাখতে হবে। দেশ ও জনগণের কল্যাণে পরিবহন মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।