স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরে ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন মাত্রা যোগ করতে যাত্রা শুরু করল এস এম মনজিল স্পোর্টস। শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের প্রাণকেন্দ্রে কলেজরোড রাস্তার পূর্বপাশে নবমী সিনেমা হলরোড অবস্থিত শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি ডি. জে. হাইস্কুলের সহকারী শিক্ষক তাপস বসাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা মাহমুদুল হাসান, ওয়ান ব্যাংকের কর্মকর্তা সজিব আহমেদ, ব্যবসায়ী অশোক গোস্বামী ও ব্যবসায়ী সুজন সাহাসহ এলাকার ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, এস এম মনজিল স্পোর্টস-এ দেশের নামকরা ব্র্যান্ডের বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে—
জার্সি, ট্রাউজার, শার্ট, প্যান্ট, ফুটবল, ক্রিকেট সামগ্রী, হেলমেট, মাস্ক, গ্লাভসসহ নিত্যপ্রয়োজনীয় নানা ধরনের ক্রীড়া উপকরণ।
এছাড়া দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাস্টম জার্সি তৈরির বিশেষ সুবিধা রাখা হয়েছে, যা স্থানীয় খেলাধুলার মান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন।
