শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ‘শেরপুর সাহিত্য চক্র’-এর ৬৩৫তম পাক্ষিক অধিবেশন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনি’র সভাপতিত্বে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজে অনুষ্ঠিত হয়।
এতে স্বরচিত লেখা পাঠ করেন- আব্দুল জুব্বার, মো. আজিজুল হক, জিয়াউদ্দিন লিটন, নীল মাধব পাল, মতিউর রহমান মিলন, অনন্য রাসেল, মো. আব্দুস সামাদ, এম আর টি আরজু, বি. এম. হাফিজুর রহমান, আবু সাঈদ ফকির, মীর এনামুল, ফকির মুহম্মদ আমিনুল ইসলাম, মামুন চৌধুরী, জীবন সাহা, ইফতেখার আলম ফরহাদ, নাছিমা আকতার জাহান আলো, সুশীল চন্দ্র পাল, সুব্রত কুমার সেন, মো. আব্দুল বারী, প্রতাপ কুমার সরকার, কবির সাগর, বিচিত্র সৈকত ও মো. লুইন হোসেন। আবৃত্তি করেন মোছা. ফারজানা আকতার। চন্দন কুমার ঘোষের কৌতুক পরিবেশন ছিল চমৎকার।
এসময় উপস্থিত ছিলেন- সাকিল মাহমুদ, এম আর জামান, মুসান্না হাবিব, মো. আপেল মাহমুদ লাবলু, তোফাজ্জল হোসেন, আল-আমিন সরকার, মো. রাকিবুল হাসান, রঞ্জিত কুমার ও আব্দুল করিম। সমালোচনার দায়িত্ব পালন করেন অমরকৃষ্ণ পাল নাণ্টু ও অনন্য রাসেল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।
