স্টাফ রিপোর্টার:
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদযাপিত হয়েছে।
আজ ২৬ নভেম্বর বুধবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট
জনাব মোঃ তৌফিকুর রহমান মহোদয়,উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। এতে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে।
এ সময় জেলার বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, খামার মালিক, পশুপালক এবং কৃষকরা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক খামার প্রযুক্তি ও পশু-চিকিৎসা সেবার বিভিন্ন স্টল স্থান পায়।
সার্বিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহকে কেন্দ্র করে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

