এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ী ঘাট এলাকায় যমুনা নদীর তীব্র ভাঙনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট ও আবাদি জমি। এবার এই ভাঙনের শিকার হয়েছে এক ঐতিহাসিক নিদর্শন – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোপণ করা বটগাছটি।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে ভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল, যুবদল নেতা সাইদুজ্জামান নোমান, বিপুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিনে শহরাবাড়ী ঘাট এলাকা থেকে বহু পরিবার বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। ইতোমধ্যে অনেকের বসতভিটা নদীগর্ভে হারিয়ে গেছে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশ্রয়ের খোঁজে দিশেহারা মানুষ ছুটছেন এদিক-সেদিক।
একজন স্থানীয় বাসিন্দা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের চোখের সামনে সবকিছু হারিয়ে যাচ্ছে। আমরা কিছুই করতে পারছি না। আল্লাহ আমাদের সহায় হোন।”
নদীভাঙনের এই ভয়াবহ পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনগণ।
