https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 25 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সংবাদ সম্মেলনে সরকার বাদল

admin
January 25, 2023 5:37 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

আমি সরকার বাদল আসন্ন জাতীয় সংসদ উপ- নির্বাচনে ৪১ বগুড়া-০৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুড়াল মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। বাছাইপর্বে আমার প্রার্থীতা বাতিল হলে পরবর্তীতে হাইকোর্ট কর্তৃক প্রার্থীতা বৈধতা আসে।

অন্যান্য প্রার্থীরা ২ সপ্তাহ যাবত তাদের প্রচার প্রচারণা চালালেও আমার প্রচার প্রচারণায় অনেক বিলম্ব হয়েছে। ফলশ্রুতিতে প্রতিটি সম্মানিত ভোটারের দ্বারে দ্বারে যাওয়া সম্ভবপর হয়ে উঠছে না। এ জন্য সবার নিকট খমা চেয়ে নিচ্ছি।

আপনারা জানেন আমি শাজাহানপুর উপজেলা বাস্তবায়নে অগ্রনায়ক ছিলাম। পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ছিলাম।

এ ছাড়া বাম্মা বগুড়া জেলা শাখার সভাপতির দায়িত্ব বিগত সময়ে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি। আমি বগুড়া বিআরটিসি মার্কেটের প্রতিষ্ঠাতা। যেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।

আমি নির্বাচিত হলে বগুড়ার গণমানুষের আকাঙ্খা পূরণে বিমান বন্দর, বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক জোন, যানজট নিরশনে ফ্লাইওভার, করতোয়া নদীর দুই পাশে বনানী থেকে মাটিডালি পর্যন্ত বিকল্প রাস্তার ব্যবস্থা এবং করতোয়া নদী রক্ষায়, নদী দূষণরোধকল্পে পরিবেশ সম্মতভাবে নদী পুনঃখননে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব ।

আমাকে নির্বাচিত করা হলে মাদক ও সন্ত্রাস নির্মূল, যুবসমাজে কর্মসংস্থান সৃষ্টি, বায়ু দূষণ, শব্দ দুষণ, খেলার মাঠ সহ পরিকল্পিত ও নগরায়নের ব্যবস্থা গ্রহণেউদ্যোগ গ্রহণ করব। এছাড়াও সকল সম্প্রদায়ের মানুষকে শান্তিপ্রিয়ভাবে বসবাস করার ক্ষেত্রে যা যা করা প্রয়োজন তা নিশ্চিত করব।

এগ্রো মেশিনারী যন্ত্রপাতি যেটি বগুড়ায় যন্ত্র কৌশল নামে পরিচিত তার বাজার দেশ ও দেশের বাইরে সম্প্রসারণে এসোসিয়েশনের সভাপতি/সাধারণ সম্পাদক হিসেবে ব্যাপক ভূমিকা পালন ও আর্থসামাজিক উন্নয়নের অনন্য উদাহরণ সৃষ্টি করেছি।

আমি অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে মানুষের সেবা করার জন্য সর্বদা সচেষ্ট থাকব। উন্নয়নে বাংলাদেশ উন্নয়নে বগুড়া। এটিই হবে আমার নির্বাচনি অঙ্গিকার ।

আমার সংবাদ সম্মেলনে নির্বাচনী ইসতেহারটি প্রচার করে সাধারণ জনগণের মাঝে জানান দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।