স্টাফ রিপোর্টার:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। দেড় মাস আগে পরকীয়ার সম্পর্কের কারণে স্ত্রী সন্তান রেখে চলে যান অন্যত্র। সেই আঘাতকে শক্তিতে রূপ দিলেন কামাল হোসেন নামের এক সার্ভেয়ার।
ছোট কন্যাকে কোলে নিয়ে হেলিকপ্টারে চেপে পৌঁছে গেলেন নতুন শ্বশুরবাড়িতে, বিয়ে সেরে ঘরে তুললেন নতুন স্ত্রীকে।
কামালের ভাষ্য—
“পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না। কষ্টের মধ্যেও আমি ভেঙে পড়িনি। বরং নতুন জীবন শুরু করেছি। পরিবারও আমাকে সমর্থন করছে।”
এলাকাজুড়ে চলছে তুমুল আলোচনা—
অনেকে বলছেন, সাবেক স্ত্রীকে দেখিয়ে দেওয়ার জেদেই কামালের এই রাজকীয় সিদ্ধান্ত। আর হেলিকপ্টারে চড়ে বরের আগমন দেখতে ভিড় জমায় শত শত মানুষ।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

