স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুরের সাংবাদিক আশাদুজ্জামান আশার জন্য জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন। রক্তের জন্য আবেদন জানিয়ে তিনি নিজেই ফেসবুকে পোষ্ট দিয়েছেন। পাঠকদের জন্য তার ষ্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো—
রক্তের জন্য মানবিক আবেদন। বগুড়ার শেরপুরের আমি সাংবাদিক আসাদুজ্জামান আশা গত কয়েক দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় আছি। আজ চিকিৎসকের পরামর্শে জানা য়ায়–শরীরে রক্তের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। চিকিৎসক জানিয়েছেন,আমাকে জরুরি ভিত্তিতে ৩ থেকে ৫ ব্যাগ রক্ত দিতে হবে।
আমার🩸রক্তের গ্রুপ: O (নেগেটিভ) যোগাযোগ: ০১৭১৬-৯৯৮০০৬,,, আমি সাংবাদিক আসাদুজ্জামান (আশা)
🙏 আসুন, মানবতার ডাকে সাড়া দিই —আপনাদের দেওয়া এক ব্যাগ রক্ত আমার জীবন বাঁচাতে পারে।
💖 যাদের O Negative রক্তের গ্রুপ রয়েছে,,, তাদের কাছে বিনীত অনুরোধ — দয়া করে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন।
এক ফোঁটা রক্ত,,,একটু খানি আশা — এক জীবনের ভালোবাসা ❤️ বাঁচাতে পারে একটি প্রাণ।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

