https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 8 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কিশোরগঞ্জ
  7. কৃষি বার্তা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. গনমাধ্যাম
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্টগ্রাম
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সারিয়াকান্দিতে সিসিটিভির ভিডিও ফুটেজে ধরা পড়লো চোর; উদ্ধার মালামাল ও ২ চোর গ্রেফতার

admin
January 8, 2023 11:23 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া’র সারিয়াকান্দিতে চুরির ঘটনায় সিসিটিভির ভিডিও ফুটেজের সূত্র ধরে ০২ চোরকে গ্রেফতার করে মালামাল উদ্ধার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো বগুড়া জেলার সারিয়াকান্দি থানার মাঝবাড়ি গ্রামের মৃত নঈম মোল্লা এর ছেলে মোঃ আমিনুল ইসলাম @ নিরব (৪০) এবং একই থানার ফুলবাড়ী নয়াপাড়া গ্রামের মোঃ হযরত আলী আকন্দ এর ছেলে মোঃ মজনু আকন্দ (৩৯)।

সূত্রে জানা যায়, সারিয়াকান্দি জামে মসজিদ মার্কেটে সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয় রোডে সেতু ভ্যারাইটি ষ্টোর নামে উক্ত মামলার বাদী দোকান দিয়া বিকাশ, ফ্লেক্সিলোডের ব্যবসা পরিচালনা করে আসছে। গত ১৪ নভেম্বর, ২০২২ খ্রি. তারিখ সকাল অনুমান ০৮.২০ ঘটিকায় তার ব্যবহৃত খয়েরী চকলেট রংয়ের Jeep নামক ঘাড় ব্যাগে ১,৫০,০০০/-টাকা, একটি বাটন মোবাইল ফোন এবং অনুমানিক ৩০,০০০/-টাকার মোবাইল রিচার্জ, মিনিট, এমবি কার্ডসহ উক্ত ব্যাগটি তার দোকানের ভিতরে চেয়ারের উপর রাখে এবং পূর্ব পাশের সাটার খোলার জন্য যায়।

পরবর্তীতে ১/২ মিনিটের মধ্যেই পূর্ব পাশের সাঁটার খুলে দোকানের সামনে এসে দেখে যে, তার উক্ত ব্যাগটি নেই। অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ব্যাগটি চুরি করে নিয়ে গিয়েছে।
উক্ত ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ০২ আসামিকে সনাক্ত করে।

এরপর সারিয়াকান্দী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে দুইজন আসামিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে চুরি হয়ে যাওয়া টাকার একটি ব্যাগ, ৬,৫০০/- টাকা, ৫,৫৬০/- টাকার মোবাইল রির্চাজ কার্ড, একটি বাটন মোবাইল ফোন, চোরাই কাজে ব্যবহৃত একটি বাট্যারি চালিত চার্জার ভ্যান উদ্ধার জব্দ করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।