এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার বিশিষ্ট সাংবাদিক তানসেন তালুকদারের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম তালুকদার রঞ্জু (৭৩) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাজুল শহরের খান্দার এলাকার মৃত ছলিমুদ্দিন তালুকদারের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিকস সহ নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে, নাতি-নাতনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা মঙ্গলবার বাদ যোহর শহরের ঠনঠনিয়া শাহ্পাড়া লিল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এদিকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলার সকল সাংবাদিকবৃন্দ।।
