https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 16 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া মহাস্থানে জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ

admin
October 16, 2025 5:03 pm
Link Copied!

 এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ঐতিহাসিক মহাস্থানে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একজন ভুক্তভোগী।

‎অভিযোগ সূত্রে জানা যায়, মহাস্থান ডাকবাংলোর দক্ষিণ পাশে বারিদার পাড়া গ্রামে অবস্থিত মৃত আছালত জামানের পৈত্রিক জমিতে বর্তমানে একটি হাফেজিয়া মাদ্রাসা ও একটি ডেকোরেটর প্রতিষ্ঠান ভাড়া দেওয়া রয়েছে। মৃত্যুর পর উক্ত জমি ভোগদখল করে আসছেন তার ছেলে সাইফুজ্জামান চুন্নু।

‎উল্লেখিত জমির পাশেই অবস্থিত হামিদ চিশতিয়ার দরবার শরীফ। বর্তমানে দরবার শরীফের রান্নার চুলা নির্মাণের কাজ চলমান রয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, দরবার শরীফের কিছু নির্মাণাধীন অংশ সাইফুজ্জামান চুন্নুর দাবি করা জমিতে নির্মিত হচ্ছে, যার তত্ত্বাবধানে রয়েছেন দরবার শরীফ রক্ষণাবেক্ষণকারী মোছাঃ রিপা খাতুন।

‎এ বিষয়ে সাইফুজ্জামান চুন্নু বলেন,
‎”আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত দরবার শরীফের ভেতরে প্রায় ২ শতক জমি রয়েছে। তারা আগে এটা পরিত্যক্তভাবে ব্যবহার করলেও এখন প্রাচীর নির্মাণ করে দখল নিতে চাচ্ছে। আমি বাধা দিলে তারা আমাকে হুমকি দেয়। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। বিষয়টি প্রশাসন দেখবেন বলে আশা করি।”

‎অন্যদিকে, রিপা খাতুন বলেন,
‎”সাইফুজ্জামান চুন্নুর জমি রয়েছে – তা আমরা অস্বীকার করছি না। পূর্বে বসাকালীন বৈঠকে তিনি নিজেই আমাদের দরবার শরীফের জন্য জায়গাটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। সেই থেকেই আমরা ব্যবহার করে আসছি।”

‎ঘটনাস্থল পরিদর্শন করেন শিবগঞ্জ থানার  উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন। তিনি জানান,
‎”আমি সরেজমিনে গিয়ে তদন্ত করেছি। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সেজন্য আপাতত নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে এবং দুই পক্ষকে বসে সমাধানে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।