দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের ফিরোজায় তাদের সাক্ষাৎ হয়।
তিনি বলেন, ম্যাডাম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করতে যাওয়ার পথে কিংবা আসার পথে সৌদিতে ওমরাহ করে আসতে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
তিনি আরও বলেন, সৌদি রাষ্ট্রদূত ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। তিনি সৌদি বাদশার পক্ষ থেকে ম্যাডামকে সালাম জানিয়েছেন। ম্যাডাম তার মাধ্যমে সৌদি বাদশাকে সালাম জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ড. এনামুল হক চৌধুরী। প্রসঙ্গত, সর্বশেষ ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকাস্থ রাজকীয় সৌদি আরব রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি গুলশান চেয়ারপারসনের অফিসে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।