https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 16 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কিশোরগঞ্জ
  7. কৃষি বার্তা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. গনমাধ্যাম
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্টগ্রাম
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরে অর্থের অভাবে বন্ধ হয়ে আছে মসজিদ নির্মাণের কাজ

admin
April 16, 2024 12:08 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড ফুলকোট গ্রামের পশ্চিমপাড়ায় (মাদারতোলা) অবস্থিত ফুলকোট পশ্চিমপাড়া বায়তুল ফালাহ্
জামে মসজিদ । মসজিদটি ১৯৮২ সালে নির্মিত । মসজিদে জমিদাতা মরহুম রবিয়া আকন্দ ০৬ শতক ও মরহুম অজিউদ্দীন প্রাং ০৩ শতক । বর্তমানে মসজিদটির ১৩ শতাংশ জায়গা আছে । মসজিদটি আশির দশকে নির্মিত হলেও আধুনিকতার কোন ছোয়া না লাগার কারণে এতদিন টিনের ঘরে মানুষ নামাজ আদায় করে আসিতেছিল । এভাবেই চলছে ৪২ বছর । এলাকার বেশির ভাগ লোক দারিদ্র সীমার নিচে বসবাস ও বিত্তবান কোন লোক না থাকায় মসজিদটি পুনঃনির্মাণ করা সম্ভব হয়নি ।

ফুলকোট পশ্চিমপাড়া বায়তুল ফালাহ্ জামে
মসজিদের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, এবং কোষাধ্যক্ষ এমদাদুল হক জানান,বাৎসরিক জালসা সহ বিভিন্ন দানের মাধ্যমে মসজিদটির ৬ লক্ষ ৪০ হাজার টাকা তহবিল ছিলো সেই টাকা দিয়ে গত ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে মসজিদটির পুনঃ নির্মাণের কাজ শুরু করা হয় । যে টাকা তহবিল ছিলো সেই টাকা দিয়ে কেবল মসজিদটির কলম তোলার কাজ শেষ হয়েছে । আর বাদবাকি কাজ টাকার অভাবে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না ।

তাই সকলের কাছে আকুল আবেদন আপনার আমার একটু সহযোগিতায় নির্মাণ কাজটা অনেক এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ । এভাবে একটি সুন্দর মসজিদ নির্মাণ হয়ে যাবে যা আপনি আমি এ দুনিয়া থেকে চলে যাবার পরেও মাথা উঁচু করে কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ । আর আখেরাতে নাজাতের জন্য ওছিলাও হতে পারে । মসজিদ কমিটির পক্ষ থেকেও বিওবান ও দ্বীনি ভাই বোনদের কাছ থেকে অনুদান সহযোগিতা কামনা করা হয়েছে । মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং সাধ্যমত সহযোগিতা করার তৌফিক দান করুক, আমিন ।
সহযোগিতায়, বিকাশ ও নগদ -০১৭২৭৮৩৭১৯৭

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।