স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরে ট্রলির চাপায় পিষ্ট হয়ে জাহিদুল ইসলাম(২০) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের উলিপুর এলাকায় এঘটনাটি ঘটে। নিহত জাহিদুল ইসলাম বগুড়া শাজাহানপুরের বিসিক এলাকার মোঃ বাবলুর ছেলে। সে বগুড়া টিএমএসএস এ লেখাপড়া করতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শাজাহানপুর থেকে শেরপুর যাওয়ার পথে পৌর শহরের উলিপুর এলাকায় ঝুকিপুর্ণ মহাসড়কে একটি যাত্রিবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে সে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পরে যায়। সে সময় বিপরীত থেকে আসা একটি বালু বোঝাই ট্রলি তার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে হাইওয়ে পুলিশের সদস্যরা এসে লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রলি উদ্ধার করে শেরপুর থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের এসআই রজিবুল ইসলাম।
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
