http://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 1 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কিশোরগঞ্জ
  7. কৃষি বার্তা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. গনমাধ্যাম
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্টগ্রাম
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে মানাস নদীতে ডুবে ১৪ মাসের শিশুর মৃত্যু

admin
June 1, 2023 6:54 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে মানাস নদীর পানিতে ডুবে তানভীর হাসান নামে এক (১৪ মাসের) শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ই মে) দুপুর অনুমান ২টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানভীর হাসান পারনাটাবাড়ি গ্রামের কৃষক আল আমিনের ছেলে।

গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ফরিদ উদ্দিন  জানান, শিশু তানভীরের কয়েকদিন আগে পারনাটা বাড়ি গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরের দিকে শিশু তানভীর তার নানা বাড়ির উঠোনে খেলছিল। তাকে খেলতে দিয়ে বাড়ির লোকজন কাজ করছিলেন। খেলতে গিয়ে সকলের অগোচরে শিশুটি বাড়ি থেকে বের হয়।

একপর্যায়ে বাড়ির পাশে মানাস নদীর পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর দুপুর ২টার দিকে তানভীরকে নদীর পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন। এসময় তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুবী বিভাগে চিকিৎসক মাহমুদুল হাসান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে চিকিৎসা দেওয়ার কোন সুযোগ পাওয়া যায়নি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।