এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুস সোবাহান (৪০) নামে এক হাফিজিয়া মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে।
নিহত হাফিজিয়া মাদ্রাসা শিক্ষক হলেন উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের ইসলামপুর ঈশ্বরঘাট গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
রোববার (০৭ই জানুয়ারি) রাতি অনুমান পৌনে ৯টার দিকে ধুনট টু কাজিপুর মহাসড়কের পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারেজ উদ্দিন আকন্দ জানান, নিহত আব্দুস সোবাহান এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের একটি হাফিজিয়া মাদ্রাসায় চাকরির করেন এবং তাহার জন্মস্থান গ্রামে জামে মসজিদে ইমামতি করতেন।
ঘটনার দিবাগত রাতি অনুমান সাড়ে ৮ দিকে আব্দুস সোবহান এলাঙ্গী ফকির পাড়া হাফিজিয়া মাদ্রাসা থেকে তার নিজস্ব মোটরসাইকেল যোগে কাজিপুর উপজেলার সোনামুখি বাজার এলাকায় ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য রওনা দেন।
এ সময় তিনি ধুনট টু সোনামুখী মহাসড়কের পাইক পাড়া এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্টের করে পালিয়ে যায়,এতে তার মাথায় একপাশ থেতলে অতিরিক্ত রক্তক্ষরণে ফলে ঘটনাস্থলেই তার মূত্যু হয়।