http://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 3 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কিশোরগঞ্জ
  7. কৃষি বার্তা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. গনমাধ্যাম
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্টগ্রাম
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদমদীঘিতে গভীর নলকুপের পৌনে ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

admin
February 3, 2023 7:54 pm
Link Copied!

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘির ডহরপুরে একটি গভীর নলকুপের পানি সেচের পৌনে ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গভীর নলকুপ কমিটির সভাপতি আব্দুল হামিদ ও সম্পাদক আব্দুল জোব্বারসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) বগুড়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদমদীঘি আমলী আদালতে ডহরপুর গ্রামের আব্দুল কুদ্দুছ বাদি হয়ে এই মামলা দায়ের করেন। আদালত বাদির অভিযোগ আমলে নিয়ে ওসি আদমদীঘি থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে বাদি জানান।

মামলা সুত্রে জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামে ১৯৮৫ সালে ডহরপুর কৃষক সমবায় সমিতির নামে ২০জন সদস্য ঋনের মাদ্যমে একটি গভীর নলকুপ স্থাপন করে স্কীমের জমিতে পানি সেচ ব্যবস্থা করেন। গত ২০২২ সালে উক্ত গভীর নলকুপের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল জোব্বার, সদস্য তাছের আলী ফকির ও আব্দুস ছাত্তার ফকির পরস্পর যোগসাজশে জমাকৃত ১ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাত করেন।

ওই গভীর নলকুপের শেয়ারদারগন উক্ত জমাকৃত টাকা সদস্যদের মধ্যে ভাগ করে দেয়র জন্য বললে বিবাদিরা উত্তেজিত হয় এবং টাকা দিবেনা বলে সাফ জানিয়ে দেন। ফলে বাদি বাধ্য হয়ে আদালতে এই মামলা দায়ের করেন। বিবাদি আব্দুল হামিদ অর্থ আত্মসাতের কথা অস্বীীকার করে বলেন,তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পন্ন অসত্য।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।