https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 13 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুরবানির ঈদ উপলক্ষে বগুড়া শেরপুরের ঐতিহ্যবাহী বারদুয়ারী গরুর হাট জমে উঠেছে

admin
June 13, 2024 11:59 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

আর মাত্র ২ দিন পড়েই কুরবানির ঈদ পবিত্র ঈদুল আজহা। ঈদকে ঘিরে বগুড়া শেরপুর বারদুয়ারী গরুর হাট জমে উঠেছে।

বাংলাদেশের প্রাচীনতম হাটগুলোর মধ্যে বারদুয়ারী গরুর হাট অনত্যম পুরাতন একটি হাট। ঈদ উপলক্ষে দিনে দিনে এই গুরুর হাটের চিত্র বিভিন্নভাবে গরুছাগল এর হাটে জনপ্রিয়তার কারণে সোমবার ও বৃহস্পতিবার এই হাট বসে কিন্তু আশেপাশের অন্যান্য অঞ্চলের মধ্যেও এখন গরু ছাগলের হাট বসায় একারণে গত কয়েকবছর ধরে গরু ছাগলের আগমন তথা পাইকারি কমে গেলেও এবছরে বেড়েছে।

 

১৩ জুন বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে বগুড়ার শেরপুরের ঐতিহ্যময় বারদুয়ারি গরুর হাটে দেখা যায় গরুছাগল এর ভিড়ের চিত্র। যে পরিমাণ জায়গা আছে তার থেকে দশগুণ গরু ছাগলের আগমন তথা পাইকারি এসেছেন এই হাটে ফলে গরুর হাটের জায়গায় গরু ছাগলের বেশি হওয়ায় তরকারির বাজারের ভিতরেও গরু ছাগল উঠেছিলো এজন্য ঐতিহ্যবাহী এই গরুর হাট জমে উঠেছে একেবারেই। আশা করা হয়েছে এবছর বগুড়া শেরপুরের হাজার কোটি টাকার গরু কেনাবেচা হয়েছে এবং ২ হাজার কোটি টাকার কুরবানির গরু ছাগলের কেনাকাটা হতে পারে বলে জানিয়েছেন গরু বিক্রেতারা। গরুর বেপারী বিক্রেতা আলমগীর হোসেন বলেন এবার হাটে গরুর দাম কম, এজন্য ক্রেতা বেশি হলেও আমরা লাভজনক ব্যবসা করতে পারছিনা। আরেক গরু বিক্রেতা মিরু হাসান বলেন গরুর খাদ্যের যে দাম সেই হিসেবে গরুর লালনপালন করে দাম কম হওয়ায় লস মনে হয়।

কুরবানির গরু কিনতে আসা আরিফুল ইসলাম বলেন এবছর বড় গরু কম দেখা গেছে, ছোট ও মধ্যম গরু বেশি তাই এবার ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে কিনলাম একটি গরু। ছাগল কিনতে আসা শওকত আলী বলেন গরু দিতে চেয়েছিলাম কিন্তু ১২ হাজার টাকা দামের ছাগল কিললাম কারণ যেযুগ সেই অনুযায়ী একা কুরবানি দেওয়াই উত্তম। ঈদের কারণে শেরপুর হাটের বাড়তি নিরাপত্তার জন্য শেরপুর থানা পুলিশ বাহিনীর সদস্যরা সবসময়ই হাটের বিভিন্ন রোডে তাদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।